Uncategorized

আবারো জলদস্যু আতঙ্ক, ট্রলারসহ ৪ জেলে অপহরণ

| December 4, 2023

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারসহ চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

শনিবার (২ ডিসেম্বর) রাতে সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে এই অপহরণের ঘটনা ঘটে। এরপর তিনদিন অতিবাহিত হলেও অপহৃত জেলেদের সন্ধান মেলেনি।

সোমবার (৪ ডিসেম্বর) দুবলারচরের আলোরকোল এলাকা থেকে জেলে মহাজন মোদাচ্ছের সরদার জানান, শনিবার রাতে তার জেলেরা মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিলো। এ সময় অজ্ঞাত পরিচয়ের জলদস্যুরা একটি ট্রলারে করে এসে তার দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার রমজায়পুর গ্রামের রবিউল ও একই গ্রামের সোহেল।

জলদস্যুরা একটি ট্রলারসহ ট্রলার মালিক অহিদ শেখ ও তার আরেক জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের বাড়িও রামপালের রনজয়পুর গ্রামে।

অপহৃত জেলেদের মুক্তির ব্যাপারে পরে জলদস্যুরা পরে যোগাযোগ করবে বলে ওই সময়ে জানিয়ে যায়।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসীন ফরাজী বলেন, সাগরে চারজন জেলে অপহরণের পর তিনদিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নতুন করে জেলে অপহরণের ঘটনায় দুবলারচরে জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply