আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ, তিনজন অপহৃত

স্বাধীন আলো | May 13, 2025

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি’র গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই দিন, নদীর আরেকটি পয়েন্ট থেকে তিন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে একই গোষ্ঠীর সদস্যরা।

সোমবার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

গুলিবিদ্ধদের নাম হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা দুজনই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে দুই জেলে আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”

স্থানীয় জেলে মোহাম্মদ আলম জানান, দুপুরের দিকে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরা নৌকাগুলোর দিকে গুলি ছোড়ে। এতে হেদায়েতের হাতে এবং হোসেনের বাম পায়ে ও হাঁটুতে গুলি লাগে।

এদিকে একই দিনে উপজেলার লেদা সীমান্তসংলগ্ন নাফ নদীর অন্য অংশে মাছ ধরার সময় আরও তিন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল গনি বলেন, “একদিনে দুটি ভয়ংকর ঘটনায় সীমান্তবর্তী জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।