আশাশুনীর ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগ, আসামিরা প্রকাশ্যে

সাতক্ষীরা প্রতিনিধি ::

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা, মারপিট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ৩২ জনের নাম উল্লেখ করা হলেও আসামীদের মধ্যে ২৪ জন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তবে জামিন পাওয়া আসামীদের মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও পরদিনই তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয়দের অভিযোগ, ঈদের পর থেকে মামলার ৩২ জন আসামিই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে।

জানা যায়, উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ায় ৩৫টি ভূমিহীন পরিবার দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে মরিচ্চাপ নদীর চরভরাটি জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলো। তাদের মধ্যে কয়েকজনের জমির ডিসিআর (DCR) রয়েছে। সম্প্রতি মরিচ্চাপ নদী খননের ফলে তাদের অনেক জমি বেড়িবাঁধের মধ্যে চলে যায়। জীবন-জীবিকার তাগিদে ভূমিহীনরা ১৫ জনের একটি মৎস্যজীবী দল গঠন করে চরের ৩০ বিঘা জমি ডিসিআরের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেন।

অভিযোগ রয়েছে, ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের বিএনপি নেতা জহিরউদ্দিন মোড়ল, তার চাচাত ভাই কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, রইচউদ্দিন মোড়ল, নজরুল সরদার, বড়খোকনসহ একটি চক্র ওই জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছিল।

ভূমিহীনদের পক্ষে আজিজুল গাজী বাদী হয়ে গত বছরের ৩০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রইচউদ্দিনসহ নয়জনের নামে মামলা দায়ের করেন। মামলার নোটিশ পেয়ে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আবু সাঈদ ও জহির উদনের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা চালায়। তারা বাড়িঘর ভাংচুর করে, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে এবং পেট্রোল দিয়ে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। হামলায় আহত ২০ জনকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে পরদিন ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করেন।

ভুক্তভোগী ভূমিহীনদের অভিযোগ, প্রধান আটজন বাদে বাকি ২৪ জন আসামি দুই দফায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পেয়ে আসামিরা বাদী ও সাক্ষীদের ক্রমাগত হুমকি দিচ্ছে এবং নতুন করে অস্ত্রশস্ত্র যোগাড় করে জমিটি পুনরায় জবরদখল করার হুমকি দিচ্ছে।

মামলার বাদী জাকির হোসেন জানান, জামিনে মুক্তি পাওয়া আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। বিষয়টি তদন্তকারী কর্মকর্তাকে জানানো হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা আত্মগোপন করে এবং পুলিশ চলে গেলে তারা আবার এলাকায় ফিরে আসে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০...

ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়...

পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬...

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট: ব্যবসায়িক কাজে এসে বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত...