উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ব্রিফিং চলাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছুড়ে মারে এক ব্যক্তি। এ ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য দেওয়ার সময় আন্দোলন সম্পর্কে কিছু মন্তব্য করলে উপস্থিত শিক্ষার্থীদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে তার মাথায় পানির বোতল ছুড়ে মারা হয়। পরে তিনি বক্তব্য থামিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
মাহফুজ আলম বলেন, “একটা নির্দিষ্ট গোষ্ঠী, যাদের আমি ‘স্যাবোট্যুর’ মনে করি, তারা আন্দোলনে অনুপ্রবেশ করে এটি স্যাবোটাইজ করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলনে নামেন। মঙ্গলবার তারা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। টানা বৃষ্টির মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা ইউজিসিতে গিয়েছিলাম এবং ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের মানবেতর অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে বলে জানা গেছে।