জাতীয়

এক মাসে বঙ্গবন্ধু টানেলে ৪ কোটি টাকা টোল আদায়

| November 29, 2023

দেশের প্রথম টানেল উদ্বোধন হওয়ার পর থেকে ২৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর বুধবার সকাল ৬টা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন চলাচল করেছে।

এই ৩১ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে চার কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি বলেন, ৩১ দিনে চার কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। টানেলে চলাচল করা যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও ছোট গাড়ি বেশি ছিলো। ভারী যান তুলনামূলক কম চলাচল করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply