জাতীয়

কার্ভাডভ্যান-সিএনজি সংঘর্ষ, প্রাণ গেলো ৫ জনের

| February 11, 2024

চট্টগ্রাম ব্যুরো: কুমিল্লার দাউদকান্দিতে কার্ভাডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলার মহানন্দ এলাকায় গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, তারা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে একজনের মৃত্যু হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo