খুলনায় নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (প্রায় ৪২ বছর বয়সী) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে রূপসা নৌ পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হিরনের ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। রাত সাড়ে ৮টার দিকে রূপসা নৌ পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। উদ্ধার করার পর দেখা যায়, মরদেহটির পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এবং সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) ডাকা হয়েছে।
মরদেহটি বর্তমানে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।