Uncategorized

চুয়াডাঙ্গায় কম্পোস্ট সার উৎপাদনে ব্যবহৃত মেশিনের কার্যক্রমের উদ্বোধন

| February 7, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গ: চুয়াডাঙ্গা সদর উপজেলার কমলাপুর পিটিআই মোড়ে কম্পোস্ট সার উৎপাদনে ব্যবহৃত সেপারেশন মেশিনের কার্যক্রমের উদ্বেধন করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বোয়ালমারী গ্রামে কম্পোস্ট সার উৎপাদনকারী প্রতিষ্ঠান তৌফিক এগ্রো সাপোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সেপারেশন মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সাসিফা আলী সূচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পোস্ট সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তৌফিকুল আলম।নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়ন করেছে।

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

এ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টির উন্নয়নের কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি,সহকারী পরিচালক নির্মল দাস, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, প্রকল্প ব্যবস্থাপক ডা. আবু সালেহ শহীদ ও মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম।

স্বাআলো/এস

Shadhin Alo