চৌগাছায় মা-মেয়ের বিষপান, মায়ের মৃত্যুর ৪ দিন পর চলে গেলো মেয়েও

| February 11, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মা-মেয়ের বিষপানে মায়ের মৃত্যুর চারদিন পর মৃত্যু হলো ১৭ মাস বয়সী সেই মেয়ের।

রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের বাড়িতে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

স্থানীয় ইউপি সদস্য বিষারত আলী জানান, শনিবার পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। অবস্থার অবনতি বুঝে রবিবারে শিশুটিকে হাসপাতাল থেকে স্বজনরা বাড়ি নিয়ে চলে আসেন। রবিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়েছে।

বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে যশোরে গৃহবধূকে গণধর্ষণ, দুই যুবক আটক

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামে নিজ শিশুকে বিষ খাওয়ানোর পরে নিজে বিষপান করেন মা জেসমিন আক্তার। এবং এ ঘটনার পরদিনই তার মৃত্যু হয়।

স্বাআলো/এস