Uncategorized

নড়াইলে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

| February 7, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে লিটু খান (৬০) নামের একজন গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লিটু খান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত ছুরা খানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার লিটু খান ধোপাদাহ কমিউনিটি ক্লিনিকের পাশে কাঁঠাল গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। ডাল কাটা শেষে গাছ থেকে নেমে আসার সময় তিনি অসাবধানবশত পা পিছলে তিনি পাশের পাঁকা সড়কে পড়ে গুরুতর আহত হন।

উগ্র ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডাও

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo