জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলার ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-নড়াইল-বেনাপোল সড়কের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের হাওয়াই খালি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, শুক্রবার ঢাকা থেকে একটি মালবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-৩৯৬১)নড়াইল দিয়ে যাওয়ার সময় ঢাকা-নড়াইল-বেনাপোল সড়কের নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের হাওয়াই খালি ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে গেলে মালের নিয়ে ট্রাকের হেলপার যশোরের মণিরামপুর উপচেলার জালঝাড়া গ্রামের ইমন হোসেন চাপা পড়ে। নড়াইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের মালামাল সরিয়ে তাকে উদ্ধার।
স্বাআলো/এস