Uncategorized

নড়াইল হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

| February 5, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম মোল্যা (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের গোলাম মোল্যার ছেলে।

নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সোমবার (৫ফেব্রুয়ারি) মাইজপাড়া বাসস্ট্যান্ডে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসর নামাজ বাদ মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি তারাশি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo