Uncategorized

নর্থ বেঙ্গল জুট মিলসের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

| February 10, 2024

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাটে নর্থ বেঙ্গল জুট মিলসের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নর্থ বেঙ্গল জুট মিলসে বর্তমানে ২৫০ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রায় ৫০০ জন পরিবার তাদের উপর নির্ভরশীল।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পর ও ষড়যন্ত্রের অংশ হিসেবে শুক্রবার পল্লী বিদ্যুৎ জুট মিলসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

রংপুরের মানুষের কথা সংসদে বলতে এমপি হতে চান ডা. শর্মিলা

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগস্ট ২০২২ সালে সকল স্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানির আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি নিজে ও চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তুু প্রাক্তন মালিক আবুল কাশেম মিলটি বন্ধের সকল ষড়যন্ত্র করছে। এতে তিনি নানাভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে
বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদ প্রধান, আতিয়ার রহমান প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo