Uncategorized

পটুয়াখালী জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রেজাউল, সম্পাদক ফনি ভূষণ

| February 17, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফনি ভূষণ রায় পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল- আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন জোবায়ের পিপিএম, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সভাপতি শাহ আলম, অতিরিক্ত মহাসচি রোকনুজ্জামান, অতিরিক্ত মহাসচিব কামাল সিকদার, যুগ্ম মহাসচিব আবু কায়সার আজাদ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিন মিয়া ও বরিশাল জেলা সমন্বয় পরিষদের সভাপতি মানিক মৃধা।

পুকুরে অবরুদ্ধ কুমির ৩৫ বছর পর উদ্ধার

সম্মেলনে দ্বিতীয় সেসনে উপস্থিত সকল সরকারি কর্মচারীদের সম্মতিক্রমে রেজাউল করিমকে সভাপতি ও ফনি ভূষণ রায়কে সাধারন সম্পাদক হিসেবে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল- আজাদ।

স্বাআলো/এস

Shadhin Alo