পাকিস্তানের পাল্টা হামলায় তিন ভারতীয় নিহত

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত দুই নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে পাকিস্তানি সেনারা কামান থেকে গোলাবর্ষণ করে। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, তারা ধাপে ধাপে উপযুক্ত জবাব দিচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আজ বুধবার সকালে জানানো হয়, এই গোলাবর্ষণের ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত দুই নারীর মধ্যে একজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেছে।

জানা যায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর থেকে সীমান্তে একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।

পরিস্থিতি মোকাবিলায় উভয় দেশের সেনা ও রাজনৈতিক নেতৃত্ব একাধিক জরুরি বৈঠক করছে। তবে সীমান্তে থেমে থেমে গোলাগুলি এখনো অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে, কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন সংঘাত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।