প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

আটক মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ আটক করে।

জানা গেছে, মঙ্গলবার মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে মতবিনিময়সভার আয়োজন করা হয়। নতুন জেলা প্রশাসক হিসেবে জিলুফা সুলতানার যোগদান উপলক্ষ্যে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ তার বক্তব্যে বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসা নিয়ে একটি কটূক্তিমূলক বক্তব্য দেন। তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে সভায় হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জেলা প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় তাকে আটক করে।

মতবিনিময়সভায় অংশগ্রহণকারী উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ একটি বক্তব্য দিয়ে দেশবিরোধী কাজ করেছেন। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...

সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের...