প্রধানমন্ত্রী কর্তৃক নড়াইল জেলার অবকাঠামো ও ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নড়াইল জেলার অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে নড়াইল-১ এর সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জা, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খাঁন শাহাবুদ্দিন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ পরিচালক জুলিয়া শুকাইনা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জা ও জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে এ সব প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলা ১৬টি ও লোহাগড়ায় ২৩ আশ্রয়ণ প্রকল্পের ঘর, লোহাগড়ার এড়েন্দায় দুই হাজার ৫০০ মিটার চেইনেজে ১৭৫.২০ মিটার পিসি গার্ডার ব্রীজ, সদর উপজেলায় তিনটি ও লোহাগড়া উপজেলায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ভবন, নড়াইল উপজেলা বিছালী ইউনিয়নে আড়পাড়া কমিউনিটি ক্লিনিক ও লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব কমিউনিটি ক্লিনিক, নড়াইল সদর উপজেলায় ২.৯০ একর জমির উপর নার্সিং কলেজ, পাঁচটি মাদরাসা ভবন, চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভবন, সরকারি-বেসরকারি আটটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কালিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এবং নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে ৮ একর জমির উপর প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজের
ভিত্তি প্রস্তর।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...