ঢাকা অফিস: বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন আরো মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কুলিয়ারচরে নোয়াপাড়া লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, শুধু ব্রিজ কালভার্ট নয়, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে চায় চীন। শিক্ষার মাধ্যমে দুই দেশের সুন্দর সম্পর্ক আরো উন্নত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চান। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে চীন।
শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে চীনে তোমাদের লেখাপড়ার সুযোগ করে দেয়া হবে।
এসময় বিদ্যালয়টিতে চীনা ভাষা শিক্ষার সুযোগ করে দেয়াসহ একটি স্মার্ট শ্রেণিকক্ষ করে দেয়ার ঘোষণা দেন রাষ্ট্রদূত।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম ও কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান প্রমুখ।
স্বাআলো/এস