বাগেরহাটে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব)-৬ একটি অভিযানিক দল বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকায় অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা (৪৪) নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

এ সময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

সাভারে গৃহবধূ ধর্ষণের প্রধান আসামি বাগেরহাট থেকে গ্রেফতার

সোলাইমান মোল্লা উপজেলার সদর ইউনিয়নের চিত্রা গ্রামের বাসিন্দা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল জানতে পারে যে, শুকবার কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচার উদ্দেশ্যে রামপালের ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের এসআই সুবীর সাহার নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল ঐ স্থানে পৌঁছালে সোলাইমান মোল্লা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশি করে কোমর থেকে হলুদ কাপড়ে জড়ানো একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে।

বাগেরহাটে বাড়িতে ঢুকে ৫ জনকে কুপিয়ে জখম: শিশু অপহরণ, আটক ৩

আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

পরে তাকে রামপাল থানায় সোপর্দ করে অবৈধ অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা সোলাইমান মোল্লা নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

থানা পুলিশ তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে চালান করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

স্বাআলো/এস/এসআর

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...