Uncategorized

বাড়িতে দেহ ব্যবসার অপরাধে ২ জনের কারাদণ্ড

| March 2, 2024

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে দেহ ব্যবসার অপরাধে জেসমিন আক্তার (২২) ও মীর ইকবাল স্বপন (৩২) নামে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইকবাল স্বপন কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল এলাকার ও জেসমিন আক্তার ময়মনসিংহ ফুলপুর উপজেলার ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপারতল এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে দেহ ব্যবসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাড়ির মালিক ইকবাল হোসেন স্বপন ও জেসমিন আক্তার দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত দেহ ব্যবসার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ইকবাল হোসেনকে দুই মাস ও জেসমিন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দালাল ধরতে বিভিন্ন হাসপাতালে অভিযানে র‍্যাব

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo