খুলনা বিভাগ

ভারতীয় নাগরিকসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | June 18, 2025

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে কালীগঞ্জ আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ কুলিয়া এলাকায় শাওনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটযুক্ত একটি পাইপ গান, তিনটি দা, পাঁচটি মদের বোতল, নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই গ্রেপ্তারকৃতদের দেবহাটা থানায় সোপর্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(১) ও ১০(ক) ধারা এবং ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুর গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Shadhin Alo