Uncategorized

মাগুরায় শিক্ষক সমিতির কমিটি অনুমোদন

| February 22, 2024

লিটন ঘোষ জয়, মাগুরা: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রচার সম্পাদক মন্নু মিয়া জানান, ২১ ফেব্রুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন হয়।

কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পংকজ কান্তি আইচ।

সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এ কমিটি আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে ও দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত এ কমিটি শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

স্বাআলো/এসআর

Shadhin Alo