মুক্তি মেলেনি ভারতফেরত সেই ৭৫ বাংলাদেশির

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশ ইন’ করা সাতক্ষীরার শ্যামনগরের মান্দারবাড়িয়া চরের ৭৫ বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব বাংলাদেশি এবং তাদের আত্মীয়রা।
সোমবার সকাল ১০টায় পরিবারের কাছে তাদের হস্তান্তরের কথা থাকলেও রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিষয়টি সম্পন্ন হয়নি। বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে দীর্ঘ সময় অপেক্ষারত অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ কোস্টগার্ডের অবহেলার কারণেই এই বিলম্ব হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার মাদুভাশা গ্রামের লিটন মিয়ার ভাগ্নে নাজমুল হোসেন জানান, “রবিবার রাতে পুলিশের পক্ষ থেকে স্বজনদের জানানো হয় সোমবার সকালে হস্তান্তর করা হবে। কিন্তু সকাল ১০টার সময় প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় এবং জানানো হয় বিকাল ৩টায় প্রেস কনফারেন্সের পর হস্তান্তর করা হবে। কিন্তু রাত ১০টা পেরিয়ে গেলেও কিছুই হয়নি।”
ফিরে আসা বাংলাদেশিদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু বাহবা নেওয়ার জন্য কোস্টগার্ড এভাবে অসুস্থ মানুষদের দিনভর বসিয়ে রেখেছে। মারধর না করলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রেখে অমানবিক আচরণ করা হয়েছে।
অভিযুক্তদের একজন, অনিক শেখ জানান, “ভারতীয় বাহিনীর নির্যাতনের দাগ শরীরে নিয়ে ফিরে এসে আমরা আশা করেছিলাম দেশে এসে একটু স্বস্তি পাবো। কিন্তু এখানে এসে আরেক দফা নির্যাতনের শিকার হলাম।”
সাংবাদিকরা জানান, সকালে সংবাদ সংগ্রহের জন্য তাদের উপস্থিত থাকতে বলা হয় এবং পরে বিকাল ৩টার কথা জানিয়ে প্রেস নোট রাত ৯:৩০ মিনিটে সরবরাহ করা হয়। তবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত কোস্টগার্ডের কোনো কর্মকর্তার দেখা মেলেনি।
এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের মংলা আঞ্চলিক কার্যালয়ে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্ল্যা বলেন, “খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।”