মেহেরপুর বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার গাংনীতে বাসের ধাক্কায় মিনুয়ারা খাতুন (৬০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন ছাতিয়ান ব্রিকফিল্ড বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত মনোয়ারা খাতুন একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের দোকানে যেতে রাস্তা পার হচ্ছিলেন মিনুয়ারা খাতুন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শাপলা পরিবহনের একটি বাস মিনুয়ারা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা তাকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে যাওয়ার পথে মিনুয়ারা খাতুনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস