যশোর

যশোরের প্রতিথযশা শিক্ষক সুলতান আহমেদের দাফন সম্পন্ন

| February 28, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুলতান আহমেদের দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

দাফনের আগে সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে অংশ নেন ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ।

জানাযার নামাজের আগে সবাইকে একনজর দেখার জন্য সুলতান আহমেদকে তার প্রতিষ্ঠিত কলেজ ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে নেয়া হয়।

সেখানে সভাপতি ডা. মালিহা মান্নানের পক্ষে অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের নেতৃত্বে উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ তার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সুলতান আহমেদ ডা. আব্দুর রাজ্জাক কলেজে ছাড়াও যশোর কালেক্টরেট স্কুল ও যশোর সরকারি ইন্সটিটিউটের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। প্রতিথযশা এই শিক্ষক ছিলেন মানুষ গড়ার কারিগর। তার মৃত্যুতে যশোরের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গণে শোকের বইছে।

স্বাআলো/এস

Shadhin Alo