যশোরে ছুরিকাঘাতে যুবক খুন: বাবা ও ছেলে আটক, রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চয়ন দাস হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ওই দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা।

আসামিরা হলো, সদর উপজেলার শানতলা গ্রামের দাসপাড়ার গনেশ দাস ও তার ছেলে সবুজ কুমার দাস।

মামলায় জানা গেছে, সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে চয়ন দাস গত ২৩ ফেব্রুয়ারি একই এলাকায় নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে একই এলাকার আটক দুই আসামিসহ আরো কয়েকজনের সাথে চয়ন দাসের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তারই জের ধরে আসামিরা চয়নকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও আসামিরা মেনে নেয়নি। ফলে ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আবার নামজজ্ঞানুষ্ঠান দেখতে যায় চয়ন। সেখান থেকে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে শানতলা এলাকার পেপসি কোম্পানির ১ নম্বর গেটের সামনে পৌছানো মাত্র আটক দুইজনসহ সহযোগী আরো কয়েকজন চয়নের পথরোধ করে এলেঅপাতাড়ি মারধর এবং ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা নয়ন দাস বাদী হয়ে আটক দুইজনসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই রেজওয়ান আহম্মেদ আসামিদের আটকের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ২ মাস বাড়লো

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও...

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় ছিনতাইকারীরা...

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও...

চৌগাছায় ২ মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আব্দুল হান্নান (৫২) ও...