যশোরে পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ মে) রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী সুদীপ্ত ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত অভিযোগের প্রাথমিক শুনানি শেষে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ছিলেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াতে নানা অপতৎপরতায় লিপ্ত হন। ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনার দেশত্যাগ ও রাষ্ট্রপতির অধীনে অন্তর্বর্তী সরকার গঠনের পরও তাঁরা অসন্তোষ প্রকাশ করে জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত আসামিরা লিফলেট বিতরণ, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এসব কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার অপচেষ্টা হিসেবে দেখা হয়েছে।
বাদীপক্ষ দাবি করেছে, আসামিদের এ ধরনের কর্মকাণ্ড একটি সুপরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ, যা আইনের আওতায় এনে বিচার হওয়া জরুরি