যশোর

যশোরে সোলায়মান হত্যার আরেক আসামি জনির আদালতে আত্মসমর্পণ

| February 9, 2024

নিজস্ব প্রতিবেদক: জেলার আলোচিত টিবি ক্লিনিক এলাকায় সোলায়মান হত্যা মামলার আরেক আসামি জনি আদালতে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আত্মসমর্পণের পরে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

এর আগে ৩০ জানুয়ারি এই মামলার আরেক আসামি চাঁচড়ার আরাফাত ফারাজী একই আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

যশোর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উল্লেখ্য ২৬ জানুয়ারি যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সোলায়মান হোসেন। এই ঘটনায় মামলা হলেও তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাড়ি পুলিশের এসআই আব্দুল মালেক একজন আসামিকে আটক করতে পারেনি।

৩০ জানুয়ারি আরাফাত ফারাজী এবং গতকাল জনি আত্মসমর্পণ করেছেন।

স্বাআলো/এসআর

Shadhin Alo