যশোর

যশোরে ৭৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মরা আটক

| December 1, 2023

যশোরে ৭৫০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি হোসেন আলী মরাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শুক্রবার (১ ডিসেম্বর) রায়পাড়া কয়লাপট্টির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হোসেন আলী মরা শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।

শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, মরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি যশোরের বিভিন্ন এলাকাসহ জেলার বাইরেও মাদক সরবরাহ করেন। তার একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তার সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply