যশোর

যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

| February 9, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ৯৯৯ এ খবর পাই একটি লাশ পড়ে আছে।

যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী ঘটনার স্থল থেকে জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তিকে এখানে এনে তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশের আলামত নষ্ট করার করার জন্য লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, রাত ১০টার পর থেকে আজ ভোরের যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

স্বাআলো/এসআর

Shadhin Alo