যশোর চীফ জুডিসিয়াল আদালতে টাউট উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় টাউট উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।

এসময় আইনজীবী সহকারী পরিচয় দেয়া কয়েকজন টাউটকে ধরে তাদের কাছ থেকে ডায়েরি কেড়ে নেয়া হয়। এছাড়া কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র কেড়ে নেয়া হয়। তবে এদিন শেষ বারের মতো সকলকে সতর্ক করা হয়। এর বাইরেও যারা নির্ধারিত ড্রেস কোড না মেনে আদালতে প্রবেশ করে তাদেরকে ভৎসনা করা হয়।

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টা থেকে শুরু করে দুই ঘন্টাব্যপী এ অভিযান চালানো হয়।

এদিন বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মাজিদের নেতৃত্বে একটি টিম প্রথমেই হাজতখানার সামনে যান। সেখানে ঘুরে দেখেন। সেখানে থাকা দুইজন টাউটকে ধরে সতর্ক করেন। এসময় একজনের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ জাল পরিচয়পত্র উদ্ধার করেন। পরবর্তীতে তারা আদালতের প্রত্যেকটি এজলাসের সামনে গিয়ে টাউটদের চিহ্নিত করেন। এসময় তারা দেখতে পান অনেকেই আইনজীবী সহকারী নয়। অথচ তারা সহকারীদের ড্রেস পরে আদালত প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ আইনজীবী সহকারী হলেও তাদের কাছে নেই কোনো পরিচয় পত্র এমনকি ড্রেসও পরা নেই।

যশোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

এছাড়া কয়েকজন আইনজীবী সহকারীকে পাওয়া যায় তারা নিজেরাই কয়েকজন সহকারী তৈরি করে আদালত চত্তরে ঘুরে বেরাচ্ছেন। এমন কয়েকজনকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু অভিযানকারীদের সাথে যুক্ত হন। এবার তারা মুল ফটকে অবস্থান নিয়ে টাউটদের চিহ্নিত করেন। এসময় আইনজীবী সহকারী ছাড়াও শিক্ষানবীশ আইনজীবী পরিচয়দানকারী কয়েকজন টাউটকে চিহ্নিত করা হয়। একপর্যায় সকলকে সতর্ক করা হয়। একই সাথে কারো কারো কাছ থেকে আইডি কার্ড ও ডায়েরি জব্দ করা করা হয়।

এ বিষয়ে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, বর্তমানে আদালত চত্ত্বরে টাউটদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে হাতেগোনা কয়েকজনের জন্য পুরো সমিতির ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, এ অভিযান চলছে, চলবে।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু বলেন, টাউটদের কোনো ছাড় দেয়া হবে না। আইনজীবী, শিক্ষানবীশ আইনজীবী এমনকি আইনজীবী সহকারী যেই অন্যায় করুক কাউকেই ছাড় দেয়া হবে না। সকলেরই নিয়মের মধ্যে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

অভিযানে আরো নেন অংশ মহসিন গাজী, আজিজুর রহমান, আলীমুজ্জামান, শামসুর রহমান , শহিদ এনামুল হোসেন, ইব্রাহিম খলিল, হাসানুজ্জামান, আলী আশরাফ ও আব্দুল জলিল প্রমুখ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কমলা চাষে প্রধান শিক্ষকের সাফল্য

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: ছোট ছোট গাছে সবুজ পাতার ফাঁকে...

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের গেরদায় রেলক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী...

ভেজালমুক্ত খেজুরগুড় উৎপাদনে গাছিদের শপথ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের জিআই পণ্য খেঁজুর গুড়ে ভেজাল...

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের...