চুক্তি সম্পন্ন, রূপপুরের তেজস্ক্রিয় বর্জ্য ফেরত নেবে রাশিয়া: প্রধানমন্ত্রী

রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) তেজস্ক্রিয় বর্জ্য তাদের দেশে ফেরত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। রাশিয়ান ফেডারেশন এ তেজস্ক্রিয় বর্জ্য তাদের দেশে ফেরত নেবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মস্কোর ক্রেমলিন থেকে যোগ দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, কোনো ধরনের দুর্যোগে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা ও নির্মাণ কাজ করা হচ্ছে।

তিনি বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...