নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ৩৪ চোরাই মোবাইলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আসামিরা হলো, উপজেলার উত্তর বরুজবাগান গ্রামের ইমরান হোসেন (৩৭) ও রাহাত আলী মুবিন সিয়াম (২০)।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সময় ডিবি পুলিশ জানায়ৃ, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজীরবেড়ের আফজাল সুপার মার্কেট রেলগেট বাজারে ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান হতে ও সন্ধ্যা ৬টার সময় নাভারন ব্যাংক মার্কেটের প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান হতে মোট ৩৪ পিস চোরাই মোবাইলসহ তাদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস