Uncategorized

শীত কমার সাথে সাথে বাড়ছে ঘন কুয়াশা

| February 5, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শীতের উষ্ণতা কমার সাথে সাথেই পটুয়াখালীতে বেড়েই চলেছে কুয়াশার আদ্রতা। পশ্চিমে সূর্য ডোবার সাথে সাথে কুয়াশা গ্রাস করে নিচ্ছে পুরো শহরকে।

দুইদিন ধরে সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশার চাঁদরে ঢেকে যাচ্ছে পুরো পটুয়াখালী শহর।

গাড়ির হেডলাইটের সাথে ধীর গতিতে চলছে যানবাহন। দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে রাত গভীর হওয়ার আগেই। মিশ্র
প্রতিক্রিয়া জানাচ্ছে পৌর শহরবাসী, কেউ বলছে উপভোগ করার মতো মূহুর্ত, কেউ বলছে ব্যবসায় হয়নি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক ও জনবল সংকটে জর্জরিত

পটুয়াখালী পৌর শহরের চায়ের দোকানি হাসান বলেন, আমার বয়সে এতো কুয়াশা কখনো দেখিনি।

তিনি আরো বলেন, ঘন কুয়াশার কারণে দোকান তাড়াতাড়ি বন্ধ করতে করতে হচ্ছে লোকজন বাসায় চলে যাচ্ছে। রাত ৯
টা বাজলেও দেখে মনে হচ্ছে এযেনো গভীর রাত। মানুষ অসহ্য হয়ে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ ঘন কুয়াশা থাকতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo