খুলনা বিভাগ

সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | June 29, 2025

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বাগানের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) লাশটি দেখা গেলেও নদীতে জোয়ার এবং তীব্র দুর্গন্ধের কারণে বিকেল ৫টা পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মৃত ব্যক্তির পড়নে একটি লুঙ্গি ও লাল রঙের চেক শার্ট ছিলো এবং গলায় একটি তুলসীর মালা পাওয়া গেছে। তার গলায় পেঁচানো একটি নেটের সাথে লাশটি কেওড়া গাছের ডালে আটকে ছিল বলে জানা গেছে। মুখমণ্ডল আঘাতের ফলে থেঁতলানো অবস্থায় দেখা গেছে।

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুলের বয়স জালিয়াতি

প্রত্যক্ষদর্শী কল্যাণপুর গ্রামের মাসুম বিল্লাহ জানান, তিনিসহ স্থানীয় কয়েকজন রবিবার সকাল পৌনে ১০টার দিকে খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের ভেতর একটি ঝুলন্ত পা দেখতে পেয়ে তারা বেড়িবাঁধে ফিরে এসে স্থানীয়দের ও পুলিশকে বিষয়টি জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সাথে আটকে গেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গেছেন। তবে নদীতে জোয়ারের পানি এবং দুর্গন্ধের কারণে লাশ গাছ থেকে নামানোর জন্য লোক না পাওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। পরবর্তী পদক্ষেপের জন্য মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্বাআলো/এস

Shadhin Alo