Uncategorized

সুন্দরবনে খাল থেকে বাঘের ভাসমান মরদেহ উদ্ধার

| February 13, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের একটি খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় টহলরত বনরক্ষীরা খালে ভাসমান অবস্থায় বাঘটির মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে।

মৃত বাঘটিকে বন বিভাগের কচিখালী ফরেস্ট স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। বিলুপ্ত প্রায় রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর কারণ নির্ণয় করতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনের কচিখালী ফরেস্ট ষ্টেশনে গেছে।

বাগেরহাটে চাঁদাবাজি করতে গিয়ে তিনজন আটক

খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ জন্য প্রাণী সম্পদ বিভাগের সাথে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া বাঘটি কিভাবে মারা গেলো, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।

স্বাআলো/এস

Shadhin Alo