যশোর

৬ বছর আত্মগোপণে কেশবপুরের ইদ্রিস আলীকে উদ্ধার করেছে যশোরের পিবিআই

| February 9, 2024

নিজস্ব প্রতিবেদক: ছয় বছর আগে কেশবপুর থেকে আত্মগোপনে থাকা ইদ্রিস আলী মোল্যাকে (২৩) উদ্ধার করেছে যশোরের পিবিআই।

এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ করায় পিতা-মাতার বকাঝকায় তিনি নিজ থেকেই বাড়ি থেকে চলে যান। পিবিআই যশোরের এসআই সৈয়দ রবিউল আলম পলাশ ৭ ফেব্রুয়ারি নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে উদ্ধার করেন।

যশোরে ধারালো অস্ত্রের মহড়া দেয়ার সময় চাকুসহ আটক-২

আত্মগোপনে থাকা ইদ্রিস আলী কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা।

পিবিআই জানিয়েছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেন ইদ্রিস আলী। একারণে তার পিতা-মাতা বকাঝকা করেন। ফলে নিজেকে আত্মগোপনে রাখার জন্য কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। নারায়গঞ্জের রূপগঞ্জ এলাকায় ইদ্রিস আলী মোল্যার পরিবর্তে হুসাইন নাম ধারণ করে সেখানেই বসবাস করে আসছেন। বছরে দুই একবার বাড়িতে ফোন করতেন। ২০১৯ সালে বাড়িতে মোবাইল করে জানান যে তিনি নারায়নগঞ্জে আছেন।

২০২৩ সালের ৩০ জুন ফোন করে জানান তিনি বাড়িতে আসতেছেন। পরিবারের লোকজন তাকে রিসিভ করার জন্য ওইদিন কেশবপুরের মােহনপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করেন। কিন্তু না আসায় ৪ জুলাই আরেকটি নম্বর থেকে ফোন করে অন্য এক ব্যক্তি ফোন করে জানায় ইদ্রিসকে খোঁজার প্রয়োজন নেই। সে ভালো আছে। তার সাথে কথা বলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। একই বছরের ১৩ জুলাই ইদ্রিস আলী ব্যবহৃত স্পন্দিত চাদর একটি ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে পুনরায় দুই লাখ টাকা দিলে ইদ্রিস আলীকে ছেড়ে দেয়া হবে বলে জানায়। তখন তার পরিবারের লোকজন উদ্বিঘ্ন হয়ে পিবিআই যশোরের এসপি বরাবর অভিযোগ করেন।

যশোরে সোলায়মান হত্যার আরেক আসামি জনির আদালতে আত্মসমর্পণ

অভিযোগটির তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ রবিউল আলম পলাশ ইতিপূর্বে ইদ্রিস আলীর ব্যবহৃত মোবাইল নম্বর ট্রাক করে ছায়া তদন্ত শুরু করেন। এক পর্যায় ওই নম্বর থেকে কার সাথে কখন কথা হয়েছে তাদের খোঁজখবর নিয়ে জানতে পারেন রূপগঞ্জের প্রিমিয়ার স্টীল মিল এলাকায় অবস্থান করছেন।

৬ ফেব্রুয়ারি সেখানে অভিযান চালিয়ে ৭ ফেব্রুয়ারি ইদ্রিস আলীর সন্ধান পেয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

স্বাআলো/এসআর

Shadhin Alo