ঢাকা বিভাগ

কমিটি পছন্দ না হওয়ায় বিএনপির মশাল বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর | July 4, 2025

ফরিদপুরের চরভদ্রাসনে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি পছন্দ না হওয়ায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা বিএনপি কর্তৃক ঘোষিত একটি কমিটির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় চরভদ্রাসনের হাজীগঞ্জ হাই হতে গাবতলা পর্যন্ত এই মশাল মিছিল বের হয়।

জানা যায়, এর আগে রাতে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেছ আলী এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট ভাঙ্গা পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির আহবায়ক করা হয়েছে অহিদুজ্জান মোল্লাকে এবং সদস্য করা হয়েছে আব্দুল কুদ্দুস বাদশাকে (ভি.পি বাদশা)। বাকি ১৩ জনকে সদস্য করা হয়েছে।

জেলা বিএনপি ঘোষিত এই ১৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিষাদ বেগ, সাবেক যুগ্ম আহবায়ক সোহান মৃধা এবং সোহরাওয়ার হোসেনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে মশাল বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

স্বাআলো/এস

Shadhin Alo