Uncategorized

নড়াইল বাংলা ইশারা ভাষা দিবস পালিত

| February 7, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘বাংলা ইশারা ভাষার প্রশার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস নড়াইলে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (৭ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে নড়াইল পৌরসভার উজিরপুরে অবস্থিত নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার ও শিক্ষর্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নড়াইল হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এ আরাফাত হোসেন।

জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্লাহ, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশসহ চিকিৎসক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী-অবিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo