বেনাপোল দিয়ে দেশে ফিরলো ১২ বাংলাদেশি

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: অবৈধভাবে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ১২ জন বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ভারতের অবস্থানকালীন সেদেশের পুলিশ তাদেরকে আটক করেন।

পুলিশ তাদেরকে দমদম সেন্ট্রাল কারাগারে প্রেরণ করেন। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। সাজার মেয়াদ শেষে তাদেরকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে শুক্রবার সন্ধ্যায় হস্তান্তর করেন।

এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিনজনের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে।

ফেরত আসারা হলো- আশিকুর রহমান (২৫), সুমন সরকার (৩০), ওমর ফারুক (২৫), মিজান শেখ (২৮), রিয়াজুল ইসলাম (২৫), বেলাল মোল্লা (২৮), রেজিনা খাতুন (২৫), সাগরি ফকির (২৮), রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), রুবেল গাজী (২৫) ও খালিদ হোসেন (২৫)।

ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন বলেন ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের যে থানায় মামলা রয়েছে।

(১) সুমন সরকারের (৩০) বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানা মামলা নং ৪১/৪২৬ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ হাতিরঝিল থানায় মামলা নং ১৪/৫৫৬ তারিখ ০৭ মার্চ ২০২৩, সিরাজগঞ্জ সলঙ্গা থানার মামলা নং ০৯ তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ , গাজীপুর টঙ্গী থানার মামলা নং ০৭, তারিখ ০৪ জানুয়ারি ২০১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের আইনে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সর্বমোট ০৪ মামলার অভিযোগ রয়েছে। (২) ওমর ফারুকের (২৫) বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালী থানার মামলা নং ৩৩ তারিখ ২০ নভেম্বর ২০২২ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।(৩)মোঃ রিয়াজুল ইসলামের (২৫) বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালী থানার মামলা নং ৩৩ তারিখ ২০ নভেম্বর ২০২২ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...