নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আট আসামিসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বেনাপোলে ২ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক
এসময় ১৫০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, তিনজন সাজাপ্রাপ্ত আসামিসহ আটজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস