চাকরি

১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন প্রায় ১৮ লাখ, পরীক্ষা জানুয়ারিতে

| December 6, 2023

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ১৮ লাখ প্রার্থী। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।

বুধবার (৬ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আবদুর রহমান জানান, স্কুল, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে প্রায় ১৮ লাখ প্রার্থী নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছন। তবে, নির্দিষ্ট সংখ্যা জানাতে অপরগতা প্রকাশ করেছেন এনটিআরসিএর এ পরিচালক।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

এদিকে, চলতি ডিসেম্বর মাসে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কোনো পরিকল্পনা নেই এনটিআরসিএর।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে জানুয়ারি মাসেই পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এনটিআরসিএর সদস্য এসএম মাসুদুর রহমান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে, তা এ মুহূর্তে বলা মুশকিল। তবে, ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা সম্ভব না।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply