Uncategorized

লরির ধাক্কায় ২ ভাই নিহত

| August 2, 2024

জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) শহরের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদরের কাচারিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মোটরসাইকেলে করে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick