খুলনায় ইজিবাইক ও রিকশাসহ চোর চক্রের ২ সদস্য আটক

খুলনা ব্যুরো: খুলনা সদর থানা পুলিশের অভিযানে চোরাই চারটি ইজিবাইক ও পাঁচটি রিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) খুলনা মহানগরী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য পরশ (২০) এবং সাবিদ রহমান তুষার (২০)।

পরশ মোংলা থানা আন্দারিয়া গ্রামের বাসিন্দা এবং সাবিদ রহমান তুষার গোপালগঞ্জ সদর থানার কাঠিগ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা সদর থানাধীন ইকবাল নগরের বকুলতলা মোড়ের পাকা রাস্তা থেকে সবুজ মন্ডলে (২৪) একটি সবুজ রংয়ের ইজিবাইক ৯ জুলাই চুরি হয়ে যায়। পরবর্তীতে সবুজ মন্ডল ঘটনাস্থলের আশে-পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইজিবাইক চোরদেরকে শনাক্ত করতে সক্ষম হন এবং চোরদেরকে খুলনা শহরের বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই সবুজ মন্ডল খুলনা সদর থানাধীন ৩নং কাশেম সড়কে অবস্থানকালে তার হারানো ইজিবাইকসহ চোরদের দেখে পুলিশকে সংবাদ দিলে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত হাজির হয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য পরশ এবং সাবিদ রহমান তুষারকে মহানগরী থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে সবুজ মন্ডলের চুরি হয়ে যাওয়া ইজিবাইকসহ চারটি চোরাই ইজিবাইক এবং পাঁচটি রিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সবুজ মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা খুলনা মহনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনার উপর নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়ে আসামি কামরুজ্জামানের নেতৃতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দৌলতপুর থানাধীন নতুর রাস্তা মোড়ে এবং সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড়ে ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছিলো। আসামিদের যথানিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম ও অভিযান অব্যহত আছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...