ছেলের লাশ আনতে গিয়ে মাসহ ২ জনের মৃত্যু

বরগুনার আমতলীতে ছেলের লাশ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের দুর্ঘটনায় মাসহ দুইজন নিহত হয়েছেন।

ঘটনাটি রবিবার (৩০ জুন) পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে ঘটেছে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ও পুষ্প বেগম (৬৫)।

জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছেলে আলম হাওলাদারের লাশ নিয়ে মা পুষ্প বেগম (৬৫) ও আলম হাওলাদারের স্ত্রী মাসুদা বেগম রবিবার অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি গন্ডামারি যাচ্ছিলো। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায় এবং মোটরসাইকেল দুমড়ে-মুড়চে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রুবেল শিকদার নিহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খাদে পরা অ্যাম্বুলেন্স থেকে মৃত্যু ছেলে আলম হাওলাদার ও মা পুষ্প বেগমের লাশ উদ্ধার করে থানায় এনেছে।

বাগেরহাটে মাঠ থেকে তরুণের লাশ উদ্ধার

নিহত মোটরসাইকেল চালক রুবেল শিকাদারের বাড়ি আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে। তার বাবার নাম আনসার শিকদার। এ ঘটনায় আলম হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) ও মোটরসাইকেলের যাত্রী মনিরুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

নিহত পুষ্প বেগমের নাতি ওমর ফারুক বলেন, আমার বাবা আলম হাওলাদার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। বাবার লাশ আমার দাদি পুষ্প বেগম নিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মোটরসাইকেল ও লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আমার দাদি মারা গেছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমার মা মাকসুদা বেগমও আহত হয়ে আমতলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত মোটরসাইকেল চালক রুবেল শিকদারের স্বজন নাসির উদ্দিন নশা মৃধা বলেন, আমতলী থেকে বাড়ি যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনসহ তিনজনের লাশ উদ্ধার করে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...