জাতীয়

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

ঢাকা অফিস ঢাকা অফিস | July 1, 2025

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পাকিস্তান এবং দুবাই হয়ে বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশে ফেরা বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন ইরানের যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা এবং সেখানে আটকে থাকার কঠিন সময়ের কথা।

দেশে ফেরা ২৮ জনের মধ্যে ছিলেন ঢাকার গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। তিনি জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গত ৬ জুন ভ্রমণ এবং চিকিৎসার জন্য তিনি তেহরান গিয়েছিলেন। কথা ছিল ১৩ জুন দেশে ফিরবেন। কিন্তু সেই দিনই ইসরায়েলি হামলা শুরু হওয়ায় তারা আটকা পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় অবশেষে পাকিস্তান ও দুবাই হয়ে মঙ্গলবার সকালে সপরিবারে তিনি দেশে ফিরতে পেরেছেন।

‘৭ দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

সালেক আহমেদের মতো আরও ২৭ বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন এবং সংঘাতের কারণে সেখানে আটকা পড়েছিলেন। দেশে ফিরে তারা যুদ্ধের ভয়াবহ স্মৃতিচারণ করেন। বিমানবন্দরের স্বজনেরা পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়। এই সংঘাত সম্প্রতি আমেরিকার মধ্যস্থতায় কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে আপাত শান্ত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে আটকে পড়েন বেশ কিছু বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।

স্বাআলো/এস

Shadhin Alo