জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার টংকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির (২০), জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১) ও জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাব্বির মোটরসাইকেলযোগে নবীনগর আসার পথিমধ্যে চারপারা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইটি মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে ছাব্বির ও কুমিল্লা নেওয়ার পথে রাব্বি এবং পিয়াস মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম মোটরসাইকেল সংঘর্ষে তিনজন মারা গেছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস