নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ অক্টোবর) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর প্রামের হান্নান মোল্যার বাড়িতে চারজন চোর হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষকের গোয়ালের সব কয়টি গরু চুরি করে নেওয়ার ঘটনাও ঘটেছে। এতে অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন।

তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বলেন, যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...