চুয়াডাঙ্গায় ৫ গরু চোর আটক

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের পাঁচ গরু চোরকে আটক করেছে পুলিশ শনিবার (১৩ জুলাই) রাত এ গরু চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ চুরি সংক্রান্ত বিষয়ে এদিন রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, গরু চুরির ঘটনায় চারুলিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার মামুন (৪০) ও একই গ্রামের লাল চাঁদ দামুড়হুদা মডেল থানায় করা এক এজাহারে জানান, গত শনিবার দিনগত রাতে তাদের গোয়ালঘর থেকে একটি লাল রঙের বকনা গরু চুরি হয়। যার আনুমানিক বাজার দর এক লাখ টাকা ও একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়, যার আনুমানিক বাজার দর এক লাখ ১০ হাজার টাকা। তারা খোঁজ নিয়ে জানতে পারে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার সেন্টু (৪৫), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মেহের আলী (৩৫) একই গ্রামের কছিম উদ্দিন ( ৩৭), ওই গ্রামের মানিক (৪৫) ও আব্দুর শাহিন (৪০) জোটবদ্ধ হয়ে গরু দুইটি চুরি করে। এদিন সকালে এরা চুরির বিষয়টি স্বীকার করে ৭০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করে। এরপরই তারা দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করে।

অফিসার ইনচার্জ আরো জানান, এজারহারে যাদের নাম আছে তাদের প্রত্যেককেই থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু হয়েছে।

তারা অভিযোগ করে, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি, চোরদের পক্ষ নিয়ে দামুড়হুদা মডেল থানায় এদিন রাতে আসে। কিন্তু বিষয়টি মীমাংসা করতে ব্যার্থ হয়ে ফিরে যান এবং বলেন চুরির ঘটনাটির একটি পুলিশী তদন্ত হবে। তারপর জানা যাবে কে কে চোর।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...