নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আওয়ামী লীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ মে) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বিভিন্ন মামলার কয়েকজন পলাতক আসামি পুরন্দপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
প্রবাসীর কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান (৬০), শার্শা ইউপি সদস্য মহিউদ্দিন আলম তোতা (৩৯), বাহাদুরপুর ইউপি সদস্য আব্দুল খালেক (৫৩), আওয়ামী লীগ নেতা হায়দার আলী (৩৭), কাজি মাখম (৫০), সাহেব আলী (৫৪) ও বেনাপোল পোর্ট থানার লটাদিঘার মুকুল হোসেন (৪৪)।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, আটককৃতদের সোমবার সকালে তাদের নিজ নিজ থানার (বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা) পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস